ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রংপুর বিভাগে করোনায় আরও ১৫ মৃত্যু
Published : Thursday, 12 August, 2021 at 2:24 PM
রংপুর বিভাগে করোনায় আরও ১৫ মৃত্যুরংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪২৭  জনের। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রংপুরের ছয়, নীলফামারীর এক, ঠাকুরগাঁওয়ের ছয় ও দিনাজপুরের দুই জন। এই সময়ে দুই হাজার ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ।

রংপুর বিভাগে এ পর্যন্ত দুই লাখ ৩৪ হাজার ৯৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৮২৬ জনের। সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৩৮ জন।

এদিকে রংপুরে কোভিড হাসপাতালে আটটি আইসিইউ বেড ও দিনাজপুর কোভিড হাসপাতালের ১৬টি শয্যার একটিও ফাঁকা নেই। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর বলছে, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগী আশঙ্কাজনক হারে বাড়ছে।