ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় শোকদিবস উপলক্ষে মডার্ণ হাই স্কুল এলামনাই এসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচি
Published : Friday, 13 August, 2021 at 12:00 AM
জাতীয় শোকদিবস উপলক্ষে মডার্ণ হাই স্কুল এলামনাই এসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচিশোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট আমরা হারিয়েছি বাংলাদেশের স্বাধীনতার রূপকার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগামী ১৫ ই আগস্ট জাতির জনকের ৪৬ তম শাহাদাত বার্ষিকী। জাতীয়  শোক দিবসে প্রাণ হারানো সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা মডার্ণ হাই স্কুল এলামনাই এসোসিয়েশন জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে কুমিল্লা মডার্ণ হাই স্কুলের সামনের ফটকে শোক ব্যানার স্থাপন ও শোক বার্তা প্রদান,  শোক দিবসকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন,  বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় ২য় স্থান অধিকারী কুমিল্লা মডার্ণ হাই স্কুলের কৃতি শিক্ষার্থী মাহদিয়াত জিবা'কে পুরস্কার প্রদান, কুমিল্লা মডার্ণ হাই স্কুলের মেধাবী ছাত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান।
এ সময় এলামনাই এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এনামুল হক ভুঁইয়া, কুমিল্লা মডার্ণ হাই স্কুলের শিক্ষক ফয়সাল আহমেদ, চাকুরীজীবি ও সংগঠক অভিজিৎ সরকার রামু, লিমন কর, বিশিষ্ট চিকিৎসক আজহারুল ইসলাম মিতুল, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী ইমরান খান, সাংবাদিক হামিম পিয়াস, বিশিষ্ট ব্যবসায়ি সিয়াম, শাওলিন প্রমি, রাহিমুল হোসেন শান্ত (২০১৫ ব্যাচ),তরুণ সংগঠক শিক্ষার্থী জুনায়েদ আহমেদ অর্ণব ও তাহমিদ প্রিয়ম, শিক্ষার্থী ফাহিম মুতাসির খান অহি সহ আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক ও বিদ্যালয় সংশ্লিষ্ট কাজে এলামনাই এসোসিয়েশনের সদস্যরা উৎসাহের সাথে কাজ করে যাচ্ছে। তাদের এ পথ চলায় স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এ কে এম আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক জনাব আবুল কাসেম সহ সিনিয়র শিক্ষকবৃন্দ তাদেরকে সর্বাত্নক সহযোগিতা ও সমর্থন করে যাচ্ছেন।