লকডাউন শিথিল হতেই মুখরিত ব্রাহ্মণপাড়া
Published : Friday, 13 August, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।। করোনা মহামারি প্রতিরোধে দেওয়া দীর্ঘ লকডাউন শেষ হতে না-হতেই কুমিল্লার ব্রাহ্মণপাড়া মুখরিত হয়ে ওঠেছে। বিভিন্ন কাজকর্মে ব্যস্ততামূখর হয়ে উঠেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঈদের পর ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত টানা ১৯ দিনের লকডাউনের বিধিনিষেধ উঠিয়ে নিয়েছে সরকার, ফলে আবারও সড়কগুলোতে চলতে শুরু করেছে গণপরিবহন।
উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে দোকানপাটে মানুষের ভিড় ও সড়কের বিভিন্ন স্ট্যান্ডে এবং সড়কে যানবাহনের আনাগোনা দেখা গেছে। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মাস্ক আর স্বাস্থ্যবিধি উপক্ষা করে চলাফেরা করছেন কেউ কেউ।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, লকডাউন তুলে নেওয়া হয়েছে মানে এই নয় যে করোনা মহামারি শেষ হয়ে গেছে। বিগত লকডাউন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব একটা ফলপ্রসূ সিদ্ধান্ত সরকারের। এই মহামারি থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। মুখে মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লকডাউন না থাকলেও আমাদের সকলকে নিজ উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে আরও বেশি সচেতন হতে হবে।