ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চাকলের মৃত্যু
Published : Friday, 13 August, 2021 at 12:00 AM, Update: 13.08.2021 2:01:18 AM
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চাকলের মৃত্যুনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্বপতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটে এ দুটি দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার চৌদ্দগ্রামে লরির ধাক্কায় মোঃ ফরহাদ হোসেন (২০) নামের মোটরসাইকেল অরোহী নিহত হয়েছেন। ফরহাদ উপজেলা চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম দক্ষিণ পাড়ার জামাল উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এ ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই অসীম। তিনি জানান, ফরহাদ মোটর সাইকেল নিয়ে চৌদ্দগ্রাম বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের নানকরা এলাকায় মোটর সাইকেল আরোহী ফরহাদ হোসেন নানকরা রাস্তার মাথায় গতি কমিয়ে চালাতে থাকে। এ সময় দাঁড়িয়ে থাকা যমুনা পরিবহনের বাস চলতে শুরু করলে মোটর সাইকেলে ধাক্কা লাগে। ধাক্কায় ফরদ হোসেন মোটর সাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়। তাৎক্ষণিক দ্রুতগামী লরী তাকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
ফরহাদ হোসেনের মামা জয়নাল আবেদীন বলেন, ‘ফরহাদকে গত ১৫ দিন মোটর সাইকেল কিনে দেওয়া হয়েছিল। এর মধ্যে সে দূর্ঘটনা কবলিত হয়ে আহত হওয়ার পরে মোটর সাইকেলটি লুকিয়ে রাখা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর মাকে নির্যাতন শেষে লুকিয়ে রাখা মোটর সাইকেলটি বের করে চৌদ্দগ্রাম আসার পথে দুর্ঘটনায়  মারা যায়’।    
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, নিহত ফরহাদের লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। অভিযান চালিয়ে ফরহাদকে চাপা দেওয়া লরীটি জব্দ করা হয়েছে। লরীর চালক এবং হেলপার পালিয়ে যায়’
অপরদিকে কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট-মক্রবপুর সড়কের  মক্রবপুর শীল বাড়ি নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ বিন মাহবুব রাফি (১৭) কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সে নাঙ্গলকোট উপজেলার তুলাগাঁও গ্রামের মাছ ব্যবসায়ী শাহজাহান সাজুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাফি মোটর সাইকেল চালিয়ে মক্রবপুর থেকে  নাঙ্গলকোট বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাফি দুই ভাই ও এক বোনের মধ্যে মেজো।
নাঙ্গলকোট থানার ওসি আ স ম আবদুন নূর জানান, লাশ উদ্ধার করে স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। নিহতের পরিবার মামলা করতে আগ্রহী নয়। সিএনজি অটোরিকশাটি আটক করা সম্ভব হয়নি।