ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সবজির দাম বেড়েছে কুমিল্লার বাজারে
Published : Friday, 13 August, 2021 at 12:00 AM, Update: 13.08.2021 2:01:24 AM
সবজির দাম বেড়েছে কুমিল্লার বাজারেবশিরুল ইসলাম।।  কুমিল্লার কাঁচাবাজারে সবজির দাম বেড়েছে। সবজির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা লকডাউনে জমিতে সবজি নষ্ট হওয়া ও অতিবৃষ্টিকে দায়ী করছেন। তবে আগের চেয়ে অল্প বেশি বলে স্বীকার করেছেন ব্যবসায়ী কালাম মিয়া। তিনি আরো জানান, আগামী কয়েকদিনের মধ্যে এ দাম কমবে।
কুমিল্লা শহরের নিউ মার্কেট কাঁচা বাজার ও রাজগঞ্জ কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা যায়।  
কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ধনেপাতা ২শ টাকা কেজি, কাঁচামরিচ ২শ টাকা  থেকে ২৪০টাকা কেজি, টমেটো ১শ টাকা কেজি, লেবু ২০টাকা হালি, করোলা ৬০টাকা কেজি, শসা ২০ থেকে ৪০টাকা কেজি,  গাজর-৮০টাকা কেজি, পেপে ৩৫টাকা কেজি, আলু ২৫টাকা কেজি, পটল ৩৫টাকা কেজি, বরবটি ৩০টাকা কেজি, লাউ প্রতি ৫০টাকা থেকে ৮০টাকা, ডিমের হালি ৩০টাকা । কাঁচাবাজারে কেউ কেউ স্বাস্থ্য বিধি না মানার দৃশ্যও দেখা গিয়েছে।
সবজি ব্যবসায়ীরা জানান, লকডাউনের সময় সবজি মাঠে প্রচুর পরিমানে সবজি নষ্ট হয়েছে। এছাড়াও কিছুদিন ধরে টানা বৃষ্টিপাতেও সবজি নষ্ট হচ্ছে। অনেক সবজি ক্ষেত পানিতে তলিয়ে গিয়েছে। ফলে চাহিদার তুলনায় সবজি সরবরাহ কমে গিয়েছে। আবহাওয়া ভাল থাকলে আগামী কিছু দিনের মধ্যে সবজির দাম কমতে পারে।
রাজগঞ্জ বাজার ও নিউ মার্কেটের মাছ বিক্রেতারা জানান, মাছের দাম কিছু কমেছে। আগে লকডাউনে যেখানে  যে মাছ ৩শ টাকা কেজি বিক্রি করছি সে মাছ এখন আড়াইশ টাকা কেজিতে বিক্রি করছি। সকল মাছে প্রতি কেজিতে ৩০ থেকে ৫০টাকা কমেছে। সরকার লকডাউন না দিলে এবং সকলে স্বাস্থ্য বিধি মেনে চললে আশা করি আমরা ছেলে সন্তান নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো।
লকডাউন শিথিলে নিম্ন আয়ের মানুষদের মুখে হাসি ফুটেছে। যেখানে লকডাউনে ২শ থেকে ৩শ টাক কাজ করেছে সেখানে লকডাউন উঠে যাওয়ায় ৮শ থেকে ১হাজার টাকা আয় করেন।
স্ব্যস্থ্য বিধি মেনে ব্যবসা করতে ব্যবসায়ীরা যথেষ্ট সচেতন বলে রাজগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির  অর্থসম্পাদক আলমগীর হোসেন বলেন, সকল ব্যবসায়ীদের বলা হয়েছে যেন সকলে মাস্ক ব্যবহার করে। পাশাপাশি যারা কাঁচাবাজারে আশে তাদেরকেও যেন মাস্ক ব্যবহারে উৎসাহ দেয়।