ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এক সপ্তাহে সুস্থ ৩৮৮০ জন
Published : Friday, 13 August, 2021 at 12:00 AM, Update: 13.08.2021 2:01:37 AM
এক সপ্তাহে সুস্থ ৩৮৮০ জনতানভীর দিপু:
করোনায় বিপর্যস্ত কুমিল্লায় ক্রমাগত বাড়ছে করোনা থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা। আইসোলেশন ও চিকিৎসায় এই প্রাণঘাতি ভাইরাস থেকে ছাড় পেয়ে অনেকেই ফিরছেন স্বাভাবিক জীবনে। এদের মধ্যে কেউ কেউ হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন। আবার কেউ বাসাবাড়িতেই অক্সিজেন ও ঔষধ সেবন করে হয়েছেন করোনামুক্ত। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত এক সপ্তাহে কুমিল্লায় সুস্থ হয়েছে ৩ হাজার ৮ শ ৮০ জন। পজেটিভ শানক্ত হয়েছে ২ হাজার ৭৭৬ জন। একই সাথে এই সময়ে করোনায় মৃত্যুর সংখ্যা ছিলো ৭০ জন, অর্থাৎ সুস্থতার সংখ্যা বাড়লেও কুমিল্লায় এখনো প্রতিদিন গড়ে ১০ জন মানুষ প্রাণ হারাচ্ছে করোনায়। গত ২৪ ঘন্টায় কুমিল্লায় সুস্থ হয়েছে ১৬৬২ জন। করোনা প্রতিরোধে সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, যারা এখন সুস্থ হচ্ছেন তাদের বেশির ভাগই আক্রান্ত হয়েছিলেন- ১৫ থেকে ২১ দিন আগে। হিসেব মতে, এই আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে ঈদ-উল-আযহার আগে ও পরে । এছাড়া ঈদের সময় ঢিলেঢালা লকডাউনের কারনে যে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, তারাই এখন ক্রমান্বয়ে সুস্থ হতে শুরু করেছে। তবে এর মধ্যে দুঃখজনক ভাবেই প্রাণ হারিয়েছেন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীনরা।  
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, করোনার স্বাভাবিক গতিই এমন এক সময়ে যা উচ্চ সংক্রমণ মাত্রায় পৌছালেও ক্রমাগত নেমে আসে। তবে এই নিম্ন সংক্রমণ ধরে রাখার জন্য আমরা সবাইকে মাস্ক ব্যবহারে বাধ্য হতে বলছি। আমরা সবাইকে টিকার আওতায় আনার চেষ্টা করছি। আশা করি বেশিরভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা গেলেই করোনার ভয়াবহতা থেকে আমরা মুক্তি পাবো। তবে শিথিল লকডাউনের সময় ব্যাক্তিগত ভাবে স্বাস্থ্যবিধি মানা জরুরী।   
পরিসংখ্যান মতে, গত ৭ দিনে কুমিল্লা জেলায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৩৬ জনের। এর মধ্যে পজেটিভ শনাক্ত হয়েছে ২ হাজার ৭৭৬ জন। এই সময়ে গড় সংক্রমণ হার ২৮ শতাংশের নিচে। অর্থাৎ গত এক মাসের হিসেব পর্যালোচনা করলে কুমিল্লায় বর্তমানে করোনা সংক্রমণ হার নিম্নমুখী। লকডাউন চলাকালীন সময়ে জনসমাগম না হওয়া এবং কঠোর স্বাস্থ্যবিধি মানার কারনেই এই ইতিবাচক ফলাফল এসেছে। তবে এই সময়ে যেহেতু আবার লকডাউন শিথিল করা হয়েছে, এখন সাধারণ মানুষ ব্যাক্তিগত ভাবে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বেড়ে যাবার সম্ভাবনা রযেছে। যে কিারনে প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ বরাবরই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার জন্য নির্দেশনা জারি করেছে।
স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, কুমিল্লায় করোনার সংক্রমণ কিছুটা কমতে থাকলেও প্রাণহানি বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও ৯জনের। তাদের মধ্যে ৬ পুরুষ এবং ৩জন নারী। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৪২ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় আরও ২৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৮ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। আক্রান্তের হার ২২ দশমিক ৭ শতাংশ। বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে এপর্যন্ত কুমিল্লায় ৩৫ হাজার ৫৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় আরো ১৬৬২ জন করোনা রোগী সুস্থ হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে কুমিল্লায় করোনা আক্রান্তদের মধ্যে ২১ হাজার ৪৪০ জন সুস্থ হয়েছেন।