Published : Friday, 13 August, 2021 at 12:00 AM, Update: 13.08.2021 2:01:41 AM
জহির
শান্ত: কুমিল্লায় করোনার সংক্রমণ কিছুটা কমতে থাকলেও প্রাণহানি বেড়েই
চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও
৯জনের। তাদের মধ্যে ৬ পুরুষ এবং ৩জন নারী। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে
মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৪২ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় আরও
২৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন
কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, সংক্রমণ ছড়িয়ে পড়ার পর
থেকে এপর্যন্ত কুমিল্লায় ৩৫ হাজার ৫৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় আরো ১৬৬২ জন করোনা রোগী সুস্থ হয়েছে বলেও জানিয়েছে
স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে কুমিল্লায় করোনা আক্রান্তদের মধ্যে ২১ হাজার ৪৪০
জন সুস্থ হয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায়
জেলায় এক হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ২৭০ জনের করোনা শনাক্ত হয়।
আক্রান্তের হার ২২ দশমিক ৭ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি
করপোরেশন এলাকার ৪৮ জন, আদর্শ সদরের চারজন, সদর দক্ষিণের ৯ জন, বুড়িচংয়ের
সাতজন, ব্রাহ্মণপাড়ার ১৫ জন, চান্দিনার ১০ জন, চৌদ্দগ্রামের আটজন,
দাউদকান্দির পাঁচজন, লাকসামের ১০ জন, লালমাইয়ের চারজন, নাঙ্গলকোটের ১৪ জন,
বরুড়ার ৫২ জন, মনোহরগঞ্জের ১৫ জন, মুরাদনগরের আটজন, মেঘনার সাতজন, তিতাসের
২৩ জন এবং হোমনা উপজেলার ৩১ জন রয়েছেন।