চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় একটি আটতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে থানার গ্রিণ হাউজিং ইসলাম মিয়া আবাসিক এলাকার ভবনটিতে বৈদ্যুতিক সাব-স্টেশন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস।
তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে হালিশহর থানা এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। এক ঘণ্টার প্রচেষ্টা শেষে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে ভবনটির নিচতলার একটি রুম পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলায় থাকা বৈদ্যুতিক সাব-স্টেশন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।’