ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মালদ্বীপ পৌঁছে বসুন্ধরা কিংসের স্বস্তি
Published : Saturday, 14 August, 2021 at 2:26 PM
মালদ্বীপ পৌঁছে বসুন্ধরা কিংসের স্বস্তিএএফসি কাপ খেলতে মালদ্বীপ পৌঁছেছে বসুন্ধরা কিংস। পৌঁছেই করোনাভাইরাস পরীক্ষা করতে হয়েছে। আশার কথা, খেলোয়াড় ও কোচসহ সবারই ফল ‘নেগেটিভ’ এসেছে। আজই (শনিবার) মালেতে অনুশীলন করার কথা রয়েছে অস্কার ব্রুজনের দলের।

যদিও দুই ফরোয়ার্ড মতিন মিয়া ও তৌহিদুল আলম সবুজ দলের সঙ্গে যেতে পারেননি। এছাড়া ডিফেন্ডার রিমন হোসেনও ঢাকায় থেকে গেছেন। চোট ও করোনার কারণে এই তিন ফুটবলারের এএফসি কাপে খেলা হচ্ছে না।

এএফসি কাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস। 

মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে আগামী ১৫ থেকে ২৪ আগস্টের মধ্যে হবে গ্রুপ পর্ব। বসুন্ধরা কিংস ২৪ আগস্ট ভারতের এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে। এর আগে ১৮ আগস্ট স্বাগতিকদের মাঝিয়া স্পোর্টস ও রিক্রিয়েশন ক্লাব এবং ২১ আগস্ট প্লে-অফ বিজয়ীর সঙ্গে খেলবে অস্কার ব্রুজনের দল।