ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফগানিস্তানে আল কায়েদার পুনরুত্থান ঘটতে পারে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
Published : Saturday, 14 August, 2021 at 5:00 PM
আফগানিস্তানে আল কায়েদার পুনরুত্থান ঘটতে পারে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীযুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, আফগানিস্তান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং দেশটিতে আল কায়দার পুনরুত্থান ঘটতে পারে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

বেন ওয়ালেস বলেন, ‘আমি অত্যন্ত বিচলিত যে ব্যর্থ রাষ্ট্রগুলো এ ধরণের লোকজনদের জন্য চারণক্ষেত্রে পরিণত হতে পারেও’

এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে বেন ওয়ালেস ঘোষণা করেন, যুক্তরাজ্য চার হাজার ব্রিটিশ নাগরিক এবং প্রায় দুই হাজার আফগান, যারা ব্রিটিশ সামরিক বাহিনীকে সহায়তা দিতে গিয়ে মৃত্যু ঝুঁকিতে রয়েছে, তাদের উদ্ধারের জন্য কাবুলে প্যারা ট্রুপার্স পাঠাবে।

কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলে নিযুক্ত যুক্তরাজ্যের দূতাবাস কথিত গ্রিন জোন থেকে রাজধানীর উপকণ্ঠে সরিয়ে নেওয়া হবে। দূতাবাসের কর্মী সংখ্যা ন্যূনতম করা হবে এবং তারা শুধু উদ্ধারের জন্য নির্ধারিত আফগান জনগণের ব্রিটিশ ভিসা-র আবেদনপত্র বাছাই করবেনও সূত্র: ভিওএ।