ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, গ্রেফতার ২
Published : Saturday, 14 August, 2021 at 7:41 PM
নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা, গ্রেফতার ২নোয়াখালীর সুধারামের আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লাকে গুলি করে ও পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের ভাই আমিরুল হক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শনিবার বিকেলে সুধারাম থানায় ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

পুলিশ এ ঘটনায় মিলন ও সোহাগ নামে দুইজনকে শুক্রবার রাতেই গ্রেফতার করেছে। এদিকে, ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর ও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, নিহত ও আহত দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে দেখতে আসেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি জানান, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এসময় তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আবু নাছের, আব্দুর রহমান, ভিপি জসিম, যুবদলের নেতা নুরুল আমিন খান, দুখু, ছাবের আহমেদ ও আবু হাছান মো. নোমানসহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে পশ্চিম মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় রমিজ উদ্দিন ও গিয়াস উদ্দিন নামে দুই যুবককে আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।