চলমান করোনা পরিস্থিতিতে নগরী ও জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে আইসিইউ-এইচডিইউসহ করোনা রোগীদের সিট সংকটেই রয়েছে। প্রতিদিনই প্রতিটি হাসপাতালের বারান্দায় রোগী আর রোগীর দৃশ্যমান উপস্থিতি। করোনা রোগীর সিট সংকটের কারণে স্বজনদের আহাজারীও লক্ষ্যণীয়।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছে। এখানে রয়েছে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় নানা সতর্কতা ও প্রশাসনের নজরদারি। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগর ও জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। তবে সবমিলে আগের তুলনায় শনাক্ত কমেছে এসেছে। এখানে ২০ শতাংশের নিচে রয়েছে। এর আগে চট্টগ্রামে প্রায় এক মাস করোনা আক্রান্ত ছিল বেশি। এখন কমেছে মৃত্যুও।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারিদের মধ্যে ৩ জন নগরীর ও ২ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১১৬ জন। মোট করোনা আক্রান্ত ৯৪ হাজার ৩৫০ জন।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এক্সিকিউটিভ কমিটির (ইসি) সেক্রেটারি অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বলেন, করোনা রোগীর সেবায় একটি টিম কাজ করছে হাসপাতালে। কিন্তু রোগী বেড়ে যাওয়ায় সিট সংকটে পড়েছে। এরই মধ্যে সটি বাড়ানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে। প্রতিটি হাসপাতালেই সিট সংকট রয়েছে। তবে চেষ্টা চলছে করোনা রোগীদের দ্রুত চিকিৎসা সেবা দেয়ার জন্য। তাছাড়া সিট খালি না থাকায় প্রায় ১০-১২ জন রোগী ভর্তি করতে পারছি না। এখানে এইচডিইউ ও আইসিউ ৬টি বেডই কভিড-১৯ আক্রান্ত রোগী দ্বারা পরিপূর্ণ রয়েছে জানান তিনি।
শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরে রয়েছে ২৯৭ জন এবং ১৪ উপজেলায় ১৬৯ জন। উপজেলাগুলোর মধ্যে সবোর্চ্চ আক্রান্ত হয়েছে রাউজানে ৫০ জন। এছাড়া লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালীতে ১ জন, আনোয়ারায় ১১ জন, চন্দনাইশে ৬ জন, পটিয়ায় ২ জন, বোয়ালখালীতে ২২ জন, ফটিকছড়িতে ২৩ জন, হাটহাজারীতে ৪১ জন, সীতাকুন্ডে ৮ জন, মিরসরাইয়ে ২ জন এবং সন্দ্বীপে উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে ১৪ আগস্ট পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় মোট করোনারোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩৫০ জনে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের বাসিন্দা ৬৯ হাজার ৩৩৮ জন এবং ১৪ উপজেলার ২৫ হাজার ১২ জন। সবমিলিয়ে করোনায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১১৬ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ৬৪৬ জন ও উপজেলার ৪৭০ জন রয়েছে।