জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
রবিবার (১৫ আগস্ট) সকাল ৫ টা ৪০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে এবং ৮ টা ১০ মিনিটে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সকাল ৫ টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
'পরবর্তীতে সকাল ৮ টা ১০ মিনিটে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে "বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন বিষয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস কমিটি" পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।'
এসময় আরও উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম প্রমুখ।