চ্যাম্পিয়ন নির্ধারণ হওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘিরে আকর্ষণ বলতে কারা রানার্সআপ হয়, তা দেখা। শিরোপার লড়াইয়ে বসুন্ধরা কিংসকে কোনো দলই চ্যালেঞ্জ জানাতে পারেনি। তাই কোনো প্রকার প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই বসুন্ধরা কিংস শিরোপা নিশ্চিত করেছে চার ম্যাচ হাতে রেখে।
তবে লিগের যে আকর্ষণ বাকি, সেই রানার্সআপ নিয়ে কিন্তু চলছে জম্পেস লড়াই। শেখ জামাল, আবাহনী, মোহামেডান নাকি চট্টগ্রাম আবাহনী দুইয়ে থেকে লিগ শেষ করবে তা আন্দাজ করা কঠিন।
দ্বিতীয় হওয়ার লড়াইয়ে টিকে থাকতে শনিবার রহমতগঞ্জের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল মোহামেডান, জয় নিইে ঘরে ফিরেছে তারা। যদিও শুরুতে পিছিয়ে পড়েছিল। কিন্তু পুরনো ঢাকার দলটি এগিয়ে যাওয়ার সুবিধা কাজে লাগাতে পারেনি। মোহামেডান এক গোল খেয়ে দুটি দিয়ে ২-১ ব্যবধানে জিতে ঝুলিতে যোগ করেছে মূল্যবান ৩ পয়েন্ট।
মোহামেডান পিছিয়ে পড়েছিল চার মিনিটে। ডি বক্সে ফাউলের শিকার হয়েছিলেন রহমতগঞ্জের নাইজেরিয়ান ফরোয়ার্ড ফেলিক্স। পেনাল্টি থেকে তিনি নিজেই গোল করে এগিয়ে দেন দলকে।
৩৯ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে মোহামেডানকে সমতায় ফেরান কামরুল। ৭১ মিনিটে সোহাগের কর্নার কিক থেকে মুনজির কুলদিয়াতির টোকা লিড এনে দেয় সাদাকালোদের। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
২১ ম্যাচে ৩৯ পয়েন্ট মোহামেডানের, অবস্থান চারে। সামনে থাকা আবাহনীর চেয়ে পিছিয়ে ১ পয়েন্টে এবং শেখ জামালের চেয়ে ৩ পয়েন্টে। ২০ ম্যাচে রহমতগঞ্জের এটি দশম পরাজয়। চার জয় ও ছয় ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা।