বিরাট কোহলিকে আটকাতে চেয়েছিলেন উইকেটরক্ষক ঋষভ পন্ত। রিভিউ নিতে মানা করছিলেন। হাত নেড়ে বারবার নিষেধও করছিলেন। কিন্তু কোহলি কানে নিলেন না ঋষভের কথা। এতবার মানা করা সত্ত্বেও রিভিউ নিলেন এবং এতে হেরে গেলেন।
কোহলির এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেননি ভারত দলের সমর্থকরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো কোহলির সমালোচনায় মেতেছেন তারা। এমন অবিবেচকের মতো কাজ কি করে করেন ভারত দলের অধিনায়ক সে প্রশ্ন তোলা হচ্ছে এখন।
ঘটনাটি চলতি লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের। শুক্রবার নিজেদের প্রথম ব্যাটিং ইনিংসে ব্যাট করছিল ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছেন স্বাগতিকরা। ১০ বলে ২২ রানে অপরাজিত ছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট।
এ সময়ে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের একটি ডেলিভারি প্যাডে লাগে রুটের। জোরালো আবেদন করেন সিরাজ। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। কোহলি সিরাজকে জিজ্ঞেস করেন রিভিউ নেবেন কিনা।
কিন্তু পেছন থেকে পন্ত জানান, এলবিডব্লিউ নয় এটি। রিভিউ নিয়ে তা নষ্ট করার দরকার নেই। কোহলিকে অনুরোধ করেন পন্ত। এমনকি কোহলি রিভিউয়ের জন্য হাত উঁচু করতে গেলে সেটি নামিয়েও দিতে চান ভারতীয় উইকেটরক্ষক। কিন্তু কিছুই শোনেননি কোহলি। রিভিউ নিয়েই নেন এবং হেরে যান।
রিপ্লেতে দেখা গেছে, বল রুটের লেগ স্টাম্প মিস করে যেত।