যশোরে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তৃতা চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমীর হোসেন।
রোববার (১৫ আগস্ট) দুপুরে যশোর শিক্ষাবোর্ডের আলোচনা সভামঞ্চে এ ঘটনা ঘটে। তাকে তাৎক্ষণিক খুলনা সিটি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর শিক্ষাবোর্ড সূত্র জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমীর হোসেন।
প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে খুলনায় রেফার করা হয়েছে।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, অনুষ্ঠানে বক্তৃতার শেষদিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার হার্টবিট অনিয়ন্ত্রিত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার সিটি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।