ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান তালেবানের
Published : Sunday, 15 August, 2021 at 4:19 PM
শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান তালেবানেরআফগানিস্তানে ক্ষমতার লড়াইয়ে তালেবানের জোরালো অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এরইমধ্যে দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ২৬টির নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে দলটি। রবিবার প্রায় বিনা বাধায় রাজধানী কাবুলে ঢুকে পড়ে তাদের যোদ্ধারা। তবে দলটির সদস্যরা সেখানে প্রবেশ করলেও এখনও পর্যন্ত কোনও সরকারি স্থাপনা দখলের খবর পাওয়া যায়নি। শীর্ষ পর্যায় থেকে নেতাকর্মীদের সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন আল জাজিরাকে বলেন, তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চান। আর এ বিষয়টি নির্ভর করছে সরকারের সহযোগিতার ওপর।

শহরের নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ন রাখার ওপরও জোর দেন তালেবান মুখপাত্র। তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তার জন্য দরকারি ব্যবস্থা থাকবে, যাতে ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি না হয়।

গত বৃহস্পতিবার পর্যন্ত আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি তালেবানের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এর পর কার্যত ঝড়ের গতিতে এগোতে শুরু করে দলটি। একে একে হেরাত, আয়বাক, গজনি, কান্দাহার, তালিকান, কুন্দুজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তারা। উত্তর দিক থেকে কাবুলের প্রবেশ পথ মাজার-ই-শরিফও একদিনেই দখল করে নেয় তারা। রবিবার সকাল পর্যন্ত মোট ২৬টি প্রদেশ তালিবানের দখলে ছিল। এখন কাবুলের দিকে অগ্রসর হওয়ার মধ্য দিয়ে পুরো দেশেরই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে হাঁটছে তালেবান।