ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM
সদ্যই বাংলাদেশ থেকে টি-টোয়েন্টি সিরিজ হেরে দেশে ফিরেছে অস্ট্রেলিয়া দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপে তাদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। আয়োজক হিসেবে আফগানিস্তান প্রথমে ভারতকে তাদের 'হোম ভেন্যু' হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু ভারতে করোনা বেড়ে যাওয়ায় তা আরব আমিরতে সরানো হয়। এবার সিরিজই স্থগিত হয়ে গেল।
আজ রবিবার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, 'আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া এ সিরিজ স্থগিত করতে সম্মত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থানান্তরিত হওয়ায় ভ্রমণ, কোয়ারেন্টিনের সময়সীমা ও ম্যাচ আয়োজনের ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যে কারণে সিরিজটি আপাতত স্থগিত করা হলো।'
এর আগে বাংলাদেশ সফর স্থগিত করেছে ইংল্যান্ড। তাদের পাকিস্তান সফর নিয়েও জটিলতা চলছে। শেষ পর্যন্ত সফরটি হলেও আইপিএলে খেলা ইংলিশ তারকারা পাকিস্তানে যাবেন না। এখন আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চাইছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।