ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গোল উৎসবে শুরু রিয়ালের লা লিগা অভিযান
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM
গোল উৎসবে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার দিবাগত রাতের ম্যাচে আলাভেসকে ৪-১ গোলে হারিয়েছে তারা। রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন ফরাসী তারকা করিম বেনজেমা।
আলাভেসের মাঠে ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ছিল রিয়াল। তবে বিরতির পর প্রতিপরে জালে এক হালি গোল দেয় স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের ৪৮তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোল করে রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। ৫৬তম মিনিটে লুকা মদ্রিচের পাসে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নাচো ফার্নান্দেজ। ৬২তম মিনিটে ফের গোল করেন বেনজেমা। ম্যাচের ৬৫তম মিনিটে আলাভেসের জোসেলু একটি গোল পরিশোধ করেন।
আলাভেসের কফিনে শেষ পেরেটটি ঠুকে দেন ব্রাজিলীয় তারকা ভিনিসিউস জুনিয়র। যোগ করা সময়ে (৯০+২) ডেভিড আলবার ক্রসে হেডে গোল করেন ভিনিসিউস। ফলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লসব্লাঙ্কোসরা।