কিংবদন্তি জার্মান ফুটবলার জার্ড মুলার আর নেই!
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM
জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার জার্ড মুলার আর নেই। জার্মান সময় আজ রবিবার সকালে তিনি মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। জার্মানির হয়ে ১৯৭৪ সালে তিনি বিশ্বকাপ জিতেছিলেন। সেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন মুলার। 'দ্য গ্রেটেস্ট গোলস্কোরার' হিসেবে খ্যাত মুলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।
এক বিবৃতিতে মুলারের প্রিয় কাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, 'আজ বায়ার্ন মিউনিখসহ পুরো ফুটবল দুনিয়া স্তব্ধ হয়ে গেছে। রবিবার সকালে জার্মানির কিংবদন্তি ফুটবলার জার্ড মুলার ৭৫ বছর বয়সে মারা গেছেন। মুলার জার্মানির রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আর জার্মান জাতীয় ফুটবল দলের হয়ে বহু ইতিহাস গড়েছেন।'
মুলার বায়ার্নের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করার অবিশ্বাস্য কীর্তির অধিকারী। জার্মান লিগে তার গোলসংখ্যা ৩৬৫টি। লিগে ৭ বারের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। জার্মান জাতীয় দলের হয়ে তিনি ৬২টি ম্যাচে গোল করেছেন ৬৮টি। ১৯৭২ সালে তিনি জার্মানির হয়ে ইউরো জিতেছেন। দুই বিশ্বকাপে গোল করেছেন ১৪টি। ৭৪ সালে তার গোলেই নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জার্মানি।