সালদানদী বিওপির আয়োজনে হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি'র কুমিল্লা সেক্টরের সালদানদী বিওপি'র নিজস্ব অর্থায়ণে গতকাল ১৫ আগস্ট রবিবার সকালে হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
চলমান করোনা মহামারির কারণে সৃষ্ট সাময়িক দুর্যোগ মোকাবেলায় সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি'র কুমিল্লা সেক্টরের সালদানদী বিওপি'র নিজস্ব অর্থায়ণে গতকাল রবিবার সকালে সালদানদী বিওপি'র আশপাশের দশ গ্রামের ২০টি হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন সুবেদার আবুল হাসেমের নেতৃত্বে সালদানদী বিওপি'র সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সালদানদী বিওপি'র নায়েক জহুরুল, ফরহাদ, ল্যান্স নায়েক জনাব আলী, সিপাহী ইসমাইলসহ ক্যাম্পের অন্যান্য সদস্যরা।