ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খারেরা বিওপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার  আনন্দপুরে  বিজিবির উদ্যোগে গতকাল রবিবার সকালে জাতীয় শোক দিবস উপলে স্থানীয় গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খারেরা বিওপির উদ্যোগে ও  সুবেদার মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,  আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সাংবাদিক  গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ও আনন্দপুর সালাম শাহ রহঃ জামে মসজিদের ইমাম  হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ রেজা ।  
সামাজিক দূরত্ব বজায় রেখে এ সময় ত্রাণ সামগ্রী বিতরণ করেন, নায়েক সুবেদার মোঃ  ছোবাহান হোসেন, ল্যাঃ  নায়েক মোঃ জিয়ারুল ইসলাম, সিপাহী মোঃ তানভীর হোসেন ও মোঃ নাসির উদ্দিন সহ খারেরা বিওপির সৈনিকবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল,চাউল,চিনি,তৈল,ডাল  ও লবন।