ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় শোক দিবসে উপজেলা আওয়ামীলীগের আলোচনা খুনি রশিদের মৃত্যুদন্ড কার্যকরের দাবী নেতৃবৃন্দের
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
চান্দিনাকে কলঙ্ক মুক্ত করতে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারী ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত কর্ণেল (অব.) খন্দকার আব্দুর রশিদকে দেশে ফিরিনে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবী জানান আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
রবিবার (১৫ আগস্ট) বিকেলে সদ্য প্রয়াত অধ্যাপক মো. আলী আশরাফ এমপি প্রতিষ্ঠিত চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবী জানান।
তারা আরও বলেন-  বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আব্দুর রশিদ এর সম্পদ বাজেয়াপ্ত করা হলেও তার বাড়িটি এখন একই ভাবে পড়ে আছে। সেইগুলোও নিশ্চিহ্ন করতে হবে। এমনকি তার মরদেহও এই চান্দিনার মাটিতে আনতে পারবে না কেউ।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফবিসিসিআই সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এড. নিজামুল হক।
বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন শিশির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।
চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম প্রমুখ।
এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয় পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
শোক সভা শেষে বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।