ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে আওয়ামীলীগের উদ্যোগে  দোয়া ও মিলাদ মাহফিল
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব্রু রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বড়শাঘর কেন্দ্রীয় বড় মসজিদ সংলগ্নে একটি মাদরাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউয়িন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান রশীদ শামীম।ন প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজের প্রভাষক সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মো.সাইফুল ইসলাম শামীম, এসএ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বিল্লাল হোসেন। ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মনসুরুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মুন্সি, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য মো. ইব্রাহীম,  মো. জসিম উদ্দিন, ইউপি সদস্য মো. মোর্শেদ, মো. রোমান, আ.লীগ নেতা মো. কামরুল হাসান, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাসুম মুন্সি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউপি আওয়ামীলীগের সদস্য গোলাম মোস্তফা (আওলাদ) প্রমুখ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের  ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং তাবারুক বিতরণ করা হয়।