ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কোরআন খানি ও দোয়া মাহফিল, মন্দির, প্যাগোডায় প্রার্থনা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কুমিল্লার লালমাইয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
গতকাল রোববার (১৫ আগস্ট) সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলা কমপ্লেক্সে রতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন রাষ্ট্রের পে উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, ওসি মোহাম্মদ আইউব, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এরপর বাগমারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের প্রতিকৃতিতে  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লার সভাপতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন সহ-সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাাহ, মোঃ আমির হোসেন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উপজেলা যুবলীগের আহবায়ক এম এ মোতালেবের সভাপতিত্বে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এড. জাহাঙ্গীর আলম, কাজী কারুল হাসান ভুট্টো, কাউসার মোর্শেদ মজুমদার, রফিকুল ইসলাম মোহন, কামরুজ্জামান লিটন,হারুনুর রশিদ, সাহাবউদ্দীন, আবদুল্লাহ মাহমুদ শিমুল ও যুবলীগ নেতৃবৃন্দ।
উপজেলা ক্রীড়া সংস্থা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবসে সামাজিক সংগঠন লালমাই কাব উপজেলার বাগানবাড়ী কার্য্যালয়ের সামনে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, কাবের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আলী আকবর, কোষাধ্য ডা. শাহ আলম, সদস্য আবুল বাহার, মীর হোসেন, আবুল বাশার, মোজাম্মেল হক, উপ সহকারী উদ্ভিদ সংরণ কর্মকর্তা মহিউদ্দিন মোল্লা, এছাড়া সংগঠনটি দুই শত বৃরোপণ সহ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
লালমাই প্রেস কাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার এর সভাপতিত্বে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন।
উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন, সংগঠনের সহ- সভাপতি আবুল কালাম, আবদুল মতিন, মোস্তফা কামাল মজুমদার, আনোয়ার হোসেন, অরুণ পাল, তমাল বণিক।
কুমিল্লা দণি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হান্নান মিয়াজির সভাপতিত্বে বাগমারা উচ্চ বিদ্যালয়ে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ-সময় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রাব্বি উপস্থিত ছিলেন।
মোহনপুর আলিম মাদ্রাসার অধ্য মাওলানা হাসানুজ্জামানের সভাপতিত্বে শোক দিবসে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, শিক আবুল কালাম আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম।  
আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে শোক দিবস উপলে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় ট্রাষ্টি সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোতিষ সিংহ খোকন, এস কে সিনহা, দীলিপ মেম্বার, সুজিত সিংহ।
বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইউব আলী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আবদুল বারী, সহ দপ্তর সম্পাদক রতন দে, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, সদস্য রেদোয়ানুর রহমান সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর।
এছাড়া উপজেলার রায়পুর আশ্রয়ণ প্রকল্পে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করেন ইউএনও অজিত দেব ।