বাইউস্টে জাতীয় শোক দিবস পালন
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। কোভিড-১৯ এর বাস্তবতায় জুম সফটওয়ারের মাধ্যমে অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরবৃন্দ শোক দিবসের অনুষ্ঠানে সংযুক্ত হন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বাইউস্ট শিক্ষার্থী আজমত উল্লাহ । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের ওপর সূচনা বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপক ও বাইউস্ট কালচারাল কাবের উপদেষ্টা রিদুয়ানুল মোস্তফা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা ঘটনা প্রবাহ নিয়ে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু বিষয়ক প্রামাণ্যচিত্র, ‘বঙ্গবন্ধু বিশ্ববন্ধু’ প্রদর্শিত হয়। বঙ্গবন্ধু বিষয়ক রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন প্রভাষক শায়লা তাজমিনুর। রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ইথার চৌধুরী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও মো: আফতাব উদ্দিন আলিফ এবং কবিতা আবৃত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ইথার চৌধুরী, মাধুরী মজুমদার ও ইফতি আহমেদ ভুঁইয়া। বঙ্গবন্ধু বিষয়ক রচনা পাঠ করেন বাইউস্ট শিক্ষার্থী প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও কবিতা পাঠ করেন ইথার চৌধুরী। জাতীয় শোক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান খান। উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ ত্যাগ এবং সংগ্রামী জীবনের নানা বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে, বঙ্গবন্ধুর জীবনের দীর্ঘ লড়াই ও ত্যাগের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যেকোনো দুর্যোগ সম্মিলিতভাবে মোকাবেলায় নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বঙ্গবন্ধুর অঙ্গীকারসমূহ বাস্তবায়ন করতে না পারলে জাতি হিসেবে কখনো মাথা তুলে দাঁড়ানো যাবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন (অব:), রেজিস্ট্রার কর্নেল সুমন কুমার বড়–য়া (অব:), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. আবুল হাসান রনি। অনুষ্ঠানটি আয়োজিত হয় বাইউস্ট কালচারাল কাবের তত্ত্বাবধানে। অনুষ্ঠান উপস্থাপনা করেন তাসনীম জেরিন এবং ফরহাদ হোসেন।