ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপল্েয ইস্টার্ন মেডিকেল কলেজের কাবিলাস্থ ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে কলেজ পতাকা মঞ্চে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ১০:০০টায় ইস্টার্ন মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, শোক দিবস উৎযাপন কমিটির আহবায়ক অধ্য অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ, উৎযাপন কমিটির পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে শিক, চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ কলেজ ও হাসপাতালের সকলে একাডেমিক ভবনের সামনে সমবেত হয়ে শোক র‌্যালি শুরু করেন।  
শোক র‌্যালি ক্যাম্পাস পদণি শেষে কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে দেশি-বিদেশী ছাত্র-ছাত্রী, শিক, চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী সমেত শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন পরবর্তী জাতীয় শোক দিবসের আলোচনা সভা অধ্য অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দিবসব্যাপী কাবিলাস্থ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। কলেজ মসজিদে সকাল থেকে যোহরের আগ পর্যন্ত কোরআন খতম, বাদযোহর দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। দিবসব্যাপী অনুষ্ঠানমালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক জনাব জাহাঙ্গীর ভূঁইয়া, হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান, অবস্ গাইনী বিভাগের অধ্যাপক ডাঃ মোসাম্মৎ শামীমা আক্তার, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ আরিফ আকবর শৈবাল, চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মুজিবুর রহমান সিদ্দিকী, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এটিএম ফারুক আহমেদ, কার্ডিওলজী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোবারক হোসেন, নেফ্রোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ রিপন চন্দ্র মজুমদার, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ দেবাশীষ চক্রবর্তী, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ পাটোয়ারী, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জোহরা খাতুন হীরা সহ অন্যান্য বিভাগের সকল পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।