ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
Published : Monday, 16 August, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ||
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দণি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, সাধারণ সম্পাদক অধ্য রহমত উল্যাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহসভাপতি মাহমুদুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কাজী জাফর আহমেদ, জয়নাল আবেদীন খোরশেদ, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নান্টু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এসএম শাহীন মজুমদার, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ প্রমুখ।
উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি এনামুল হক খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল জলিল রিপন, বন ও পরিবেশ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা সামছুল হক, পৌর যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর ও যুবলীগ নেতা প্যানেল মেয়র-২ মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ। এরআগে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ। এরপর চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্য মাওলানা একেএম শামছুদ্দিনের পরিচালনায় মিলাদ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অপরদিকে চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বৃরোপন কর্মসূচি বাস্তবায়ন ও ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে জাতির জনক বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকার, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্য রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোকাদ্দেস আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আ’লীগের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।