আফগানিস্তান ইস্যুতে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারত কথা বলতে দেয়নি বলে অভিযোগ করেছে পাকিস্তান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ভারতের এই আচরণকে পক্ষপাতমূলক আখ্যা দিয়েছেন। এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই অভিযোগ আনল ইসলামাবাদ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারত এই মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে। গত ৬ আগস্ট নিরাপত্তা পরিষদে আফগান ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকে কথা বলার সুযোগ পায়নি পাকিস্তান। তখনও ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে ইসলামাবাদ।
সোমবারও নিরাপত্তা পরিষদের বৈঠকে কথা বলার সুযোগ না পেয়ে দিল্লির কঠোর সমালোচনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
মাহমুদ কোরেশি এক টুইটবার্তায় একে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেন, প্রতিবেশী দেশটিতে দীর্ঘমেয়াদি যুদ্ধে আফগানিস্তানের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ পাকিস্তান।
শাহ মাহমুদ কোরেশি বলেন, পাকিস্তান সবসময়ই আফগানিস্তানে গঠনমূলক ভূমিকা রাখতে চায়। তিনি দাবি করেন, কাবুলের পাকিস্তান দূতাবাস নিরলসভাবে কাজ করে কূটনীতিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।