খুলনার দুই হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গার অমল রায় (৬৮), নাহিদ নিয়াজি (৩০), আড়ংঘাটার ফাতেমা (৬৫), বাগেরহাটের ফকিরহাটের ওলিয়ার রহমান (৫৫), রামপালের জাহানারা বেগম (৬০) ও নড়াইলের কালিয়ার ইবাদত শেখ (৫৫)।
শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন নগরীর ছোট বয়রা ডক্টরপাড়ার ইমদাদুল ইসলাম (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও গাজী মেডিক্যাল হাসপাতালের করোনা ইউনিটে কোনও রোগী মারা যায়নি।