ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাধীনতাবিরোধীরা যেন বিজয়ের উৎসব ব্যাহত করতে না পারে
Published : Tuesday, 17 August, 2021 at 4:23 PM
স্বাধীনতাবিরোধীরা যেন বিজয়ের উৎসব ব্যাহত করতে না পারে স্বাধীনতাবিরোধী অপশক্তি যেন সুবর্ণজয়ন্তীর উৎসব ব্যাহত করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৭ আগস্ট) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রী এসব বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ বছর জাঁকজমকপূর্ণভাবে বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করা হয়।

সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাইলফলক। অপশক্তি যাতে মহান বিজয় দিবস তথা সুবর্ণজয়ন্তীর উৎসব ব্যাহত করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে।

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।