অনেকেরই প্রত্যাশা ছিলো, রিমান্ড-জেল অনেক তো হলো; এবার (১৯ আগস্ট) বুঝি জামিন পাচ্ছেন পরীমণি। বৃহস্পতিবার দুপুরের পর এমন প্রত্যাশায় গুড়েবালি। ফের রিমান্ডে নেওয়া হলো ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়িকাকে।
বিপরীতে পরীমণির সুবিচারের দাবিতে বড়সড় সমাবেশের ডাক দিয়েছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’। যারা ১৪ আগস্ট একই ইস্যুতে মানববন্ধন করে ক্ষোভ প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবের সামনে। এতে অংশ নেন ট্রেড ইউনিয়ন নেতা, মানবাধিকারকর্মী, লেখক, প্রকাশক, সাংস্কৃতিককর্মীসহ নাগরিক সমাজের অনেকেই।
সেই ধারাবাহিকতায় এবার ‘বিক্ষুব্ধ নাগরিকজন’ বড় সমাবেশ ডেকেছে ঢাকাই আন্দোলনের প্রাণকেন্দ্র শাহবাগে। সংগঠনটির আহ্বায়ক রবিন আহসান জানান, ২১ আগস্ট বিকাল ৪টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে তারা পরীমণির সুবিচারের পক্ষের সকল মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করছেন।
রবিন আহসান বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরে এই প্রথম এভাবে নারী নিপীড়নের সংবাদ ঢালাওভাবে প্রচার হচ্ছে। তাই পরীমণির সুবিচার চাই। আমরা মনে করছি, যা হচ্ছে তাতে তিনি সুবিচার পাচ্ছেন না। শুধু একজন পরীমণির জন্য এই প্রতিবাদ করছি না। বাংলাদেশের পুরো নারী সমাজের জন্য এই সমাবেশের ডাক দিয়েছি।’
এর আগে ১২ আগস্ট সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতি প্রদান করেন।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দফতরে। পরে র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।