বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। ফুসফুসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত আটটার দিকে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব মামুন হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডাম রওশন এরশাদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে নিয়মিত হাসপাতালে যান ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ এমপি। তিনি (সাদ এরশাদ) জানিয়েছেন, তার (রওশন) শারীরিক অবস্থা এখন আগের চেয়ে উন্নত।’
উল্লেখ্য, গত শনিবার (১৪ আগস্ট) শারীরিক অবস্থার অবনতি হলে রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে, রওশন এরশাদের আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার আছরের নামাজের পর জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের মিলনায়তনে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আয়োজনে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন— দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইসারুহুল্লাহ আসিফ।