মালদ্বীপেও দ্যুতিময় বসুন্ধরার ব্রাজিলিয়ান তারকা
Published : Friday, 20 August, 2021 at 12:00 AM
বসুন্ধরা
কিংসের সবচেয়ে দামি খেলোয়াড় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো। বাংলাদেশ
প্রিমিয়ার লিগে এবার ১৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন। এএফসি কাপে
মালদ্বীপেও নিজের জাত চেনাচ্ছেন এই তারকা। স্বাগতিকদের মাজিয়া স্পোর্টস
এন্ড রিক্রিয়েশন কাবকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। সেখানে
রবিনিয়ো একবার ল্যভেদ ছাড়াও গোটা ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন। ম্যাচসেরাও এই
ব্রাজিলিয়ান।
এএফসি কাপে রবিনিয়োকে আটকাতে পারেনি মালদ্বীপের দলটি।
প্রতিপকে দুমড়ে মুচড়ে দিয়ে দৃষ্টিনন্দন গোল করেছেন। ম্যাচ শেষে রবিনিয়ো
এএফসির ওয়েবসাইটে বলেছেন, ‘লিগের চেয়ে এএফসি কাপের ম্যাচটি বেশি
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ম্যাচের তীব্রতা ছিল অনেক। আমি দলের সবাইকে
প্রশংসা করতে চাই। সবাই আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে। পরিকল্পনা অনুযায়ী
খেলেছে। আমরা এটাও জানতাম পরিকল্পনা অনুযায়ী খেললে পয়েন্ট নিতে পারবো।’
দলটির
স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, ‘আমরা
জানতাম মাজিয়া খেলা তৈরির জন্য মাঠে ফাঁকা জায়গা তৈরি করতে চাইবে। কিন্তু
গুরুত্বপূর্ণ হলো ৯০ মিনিট আমার দল সঠিক দায়িত্ব পালন করেছে। আমরা মাজিয়াকে
কিছুটা মরিয়া হয়ে খেলার সুযোগ দিয়েছিলাম। তাদের অনেক খেলোয়াড় আক্রমণে উঠে
আসে। প্রতিআক্রমণে আমরা অনেক বিপজ্জনক হয়ে উঠি।’
আগামী শনিবার নিজেদের
দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরুর বিপে দ্বিতীয় ম্যাচ খেলবে বসুন্ধরা
কিংস। ওই ম্যাচ নিয়ে ব্রুজনের মন্তব্য, ‘বেঙ্গালুরুর বিপে আজকের (কাল)
ম্যাচের থেকে বেশি সুযোগ থাকবে আমাদের।’