মুরাদনগরের দারোরা ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত
Published : Friday, 20 August, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা বাজারের সাথী কমিউনিটি সেন্টারে শোকাবহ পরিবেশে গতকাল বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা কমান্ডার রোশন আলী।
এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চেয়ারম্যান, দারোরা বাজার বনিক সমিতির সভাপতি ছানু মিয়া মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আলমগীর, জহিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা তাতী লীগের সভাপতি হুমায়ুন মুন্সী, ইউপি সদস্য নাজিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুন্সী ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বর্গসহ শাহাদাত বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনার্থে বিশেষ মোনাজাত করা হয়।