বুড়িচংয়ে উসওয়াতুন হাসানাহ ফাউন্ডেশনের মাস্ক ও পুরস্কার বিতরণ
Published : Friday, 20 August, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর শিবরামপুর গ্রামের উসওয়াতুন হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পবিত্র আশুরা উপলক্ষে স্থানীয় শিবরামপুর গ্রামের ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম ভূইয়া।
সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল হোসেন আল-কাদেরী এবং পরিচালনা করেন উসওয়াতুন হাসানাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ মনির হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উসওয়াতুন হাসানাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং চীফ কো-অডিনেটর এসডিজি মডেল ভিলেজ মুহাম্মদ শরীফুর রহমান, ইউপি সদস্য মোঃ জামাল হোসেন মেম্বার, সার্জেন্ট মোঃ জসিম উদ্দিন, মওলানা মোঃ জসিম উদ্দিন, মোঃ সিকান্দার আলী সর্দার, মোঃ তফাজ্জল হোসেন খন্দকার।
আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি পল্লী চিকিৎসক মোঃ ইউনুস, মোঃ আরিফুল ইসলাম।
আলোচনা সভা শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম জাতীয় শোক দিবস ও পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুড়িচং ইসলামিয় সূন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল হোসেন আল-ক্বাদেরী।
পরে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী সকলের মাঝে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণএবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজ মোঃ নজরুল ইসলাম ভূইয়া এবং বিশেষ অতিথিবৃন্দ। এসময় এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।