মারামারি করে নিষিদ্ধ শেখ জামালের দুই ফুটবলার
Published : Wednesday, 25 August, 2021 at 12:00 AM
মারামারি
করার অপরাধে শাস্তি পেতে হলো শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের
খেলোয়াড়দের।মারামারি করার অপরাধে শাস্তি পেতে হলো শেখ জামাল ও ব্রাদার্স
ইউনিয়নের খেলোয়াড়দের।
মারামারি করার অপরাধে শাস্তি পেতে হলো শেখ জামাল ও
ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়দের। অখেলোয়াড়সুলভ আচরণে সাময়িক নিষেধাজ্ঞা
নেমে এসেছে দুটি দলের তিন ফুটবলারের ওপর। এরমধ্যে শেখ জামালের দু’জন ও
ব্রাদার্সের একজন খেলোয়াড়কে খেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে!
ঘটনাটি ২১
আগস্ট প্রিমিয়ার লিগের। মারামারি হয় ম্যাচের শেষ দিকে। ফ্রি কিক নেওয়াকে
কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন! যার রেশ গিয়ে
পড়েছিল গ্যালারিতেও। শেখ জামালের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি হয় সমর্থকদের।
ওই
ঘটনার পর বাফুফের ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, শেখ জামালের
ফয়সাল আহমেদ ও শাকিল আহমেদ এবং ব্রাদার্সের ছামির উল্লাহ আপাতত খেলতে
পারবেন না।।
পাশাপাশি শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়ন কাবের কাছে ঘটনার
ব্যাখ্যাও চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সব কিছু নিয়ে শিগগিরই
ডিসিপ্লিনারি কমিটির সভা হওয়ার কথা রয়েছে।