আগামী
২ থেকে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ
নিচ্ছে বাংলাদেশ। সেই ল্েয মঙ্গলবার দুপুরে জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ
ফুটবল ফেডারেশন (বাফুফে)।
জেমি ডের ২৩ সদস্যের দলে জায়গা হয়েছে দুই
প্রবাসী ফুটবলারের। এর মধ্যে রয়েছেন কানাডার সেমি-প্রফেশনাল লিগে খেলা
অ্যাটাকিং মিডফিল্ডার রাহবার ওয়াহেদ খান। অন্যজন হলেন ফ্রান্সের সেমি
প্রফেশনাল লিগে খেলা মিডফিল্ডার তাহমিদ ইসলাম।
এছাড়া এই দলে প্রথমবারের
মতো সুযোগ হয়েছে গোলকিপার মিতুল মারমা ও ডিফেন্ডার আতিকুজ্জামানের। দলে
থাকা বাকি সবারই আগে লাল-সবুজ জার্সি গায়ে পরে খেলার অভিজ্ঞতা রয়েছে।
প্রবাসী
ফুটবলারদের সম্পর্কে কোচ জেমি ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দু’জনকেই আমরা
কিরগিজস্তানে দেখবো। আশা করছি, তারা খারাপ করবে না। যদি ভালো করে, তাহলে
তাদের সাফের জন্য বিবেচনা করা হবে।’
বাংলাদেশ দল: আনিসুর রহমান
জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, কাজী তারিক রহমান, মাশুক মিয়া জনি, বিপলু
আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রিয়াদুল
হাসান, রহমতমিয়া, ইয়সিন আরাফাত, জামাল ভূঁইয়া, শহীদুল আলম সোহেল, সোহেল
রানা, সাদ উদ্দিন, রেজাউল করিম, রাকিব হোসেন, মেহেদী হাসান, আতিকুজ্জামান,
মিতুল মারমা, তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান।