ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সি,এস,ই বিভাগে “নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে সমুদ্রের ব্যবহার” শীর্ষক ওয়েবিনার
Published : Wednesday, 25 August, 2021 at 12:00 AM, Update: 25.08.2021 1:24:52 AM
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সি,এস,ই বিভাগে “নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে সমুদ্রের ব্যবহার” শীর্ষক ওয়েবিনারব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক গত ২৩/০৮/২০২১ইং তারিখে জুম অনলাইন প্লাটফর্মে “নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে সমুদ্রের ব্যবহার” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের আই,কিউ,এ,সি এর অতিরিক্ত পরিচালক এবং সি,এস,ই বিভাগের সম্মানিত সভাপতি জনাব মোজাম্মেল হক। ওয়েবিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সি,এস,ই বিভাগের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ জাহেদ।
ওয়েবিনার সঞ্চালনার দায়িত্ব পালন করেন সি,এস,ই বিভাগের প্রভাষক জনাব মাসুম বকাউল। কারিগরি সহায়তায় ছিলেন সি,এস,ই বিভাগের সম্মানিত শিক্ষক জনাব মোঃজাহিদুর রহমান। সি,এস,ই বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উক্ত ওয়েবিনারে অংশ গ্রহণ করেন।
সেশনের শুরুতে সি,এস,ই বিভাগের শিক্ষক জনাব মাসুম বকাউল ওয়েবিনারে উপস্থিত অতিথিদের সবার সাথে পরিচয় করিয়েদেন। তিনি ওয়েবিনারটির লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন। এরপর তিনি সি,এস,ই বিভাগের সম্মানিত শিক্ষিকা জনাব রিতা আক্তারকে তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানান। জনাব রিতা আক্তার উনার বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কিত ওয়েবিনারে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অর্জিত জ্ঞান ভবিষ্যতে কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
মূল বক্তা জনাব মোহাম্মদ জাহেদ তার বক্তব্যে বর্তমানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ, এর ক্ষতিকারক দিকগুলো, এবং এর থেকে উত্তরণের পথ হিসেবেন বায়নযোগ্য শক্তির ব্যবহার বিষয়ে বিশদ আলোচনা করেন। তিনি সমুদ্রকর্তৃক শোষিত সূর্যের তাপকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায় সে বিষয়ে তথ্য বহুল আলোচনা করেন। সমুদ্রের জোয়ারভাটা, ঢেউ প্রভৃতি কে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদনের কলা কৌশল ওয়েবিনারে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বক্তব্য শেষ করেন। তার বক্তব্যের শেষে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালক জনাব মাসুম বকাউল মূলবক্তাকে তার সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ প্রদান করেন। এরপর তিনি প্রধান অতিথি জনাব মোজাম্মেলহককে তার বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানান। জনাব মোজাম্মেল হক তার বক্তব্যে মূলবক্তা, সঞ্চালক এবং উপস্থিত অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীদের ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি মূল বক্তার বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ওয়েবিনারের আলোচনায় অনুপ্রাণিত হয়ে সমুদ্র শক্তিকে কাজে লাগাতে এই সংক্রান্ত গবেষনার প্রতি শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করেন। তিনি এইধরনের ওয়েবিনার যাতে ভবিষ্যতে আরো আয়োজন করা হয় সে বিষয়ে সংশ্লিষ্টসকলকে দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালক জনাব মাসুম বকাউল উপস্থিত সবাইকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ওয়েবিনার সমাপ্ত করেন।