প্রায় চার বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা। নানাবিদ কারণে গত তিন বছরে এটি করতে পারেনি দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। যেখানে গত তিন বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে কথা বলেছেন বোর্ড সভাপতি ও পরিচালকরা।
স্বাভাবিকভাবেই সেখানে উঠে এসেছে ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনের বিষয়ও। আগামী অক্টোবরে হওয়ার কথা রয়েছে বিসিবির পরবর্তী নির্বাচন। সেপ্টেম্বরের ১-২ তারিখেই চূড়ান্ত করা হবে নির্বাচনের দিনক্ষণ।
এখনও পর্যন্ত চলমান পরিস্থিতিতে তৃতীয় মেয়াদে নাজমুল হাসান পাপনের বোর্ড সভাপতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বোর্ড পরিচালক-কাউন্সিলররাও কথা বলছেন তার পক্ষেই। অবশ্য পাপন নিজে এ বিষয়ে নিশ্চয়তা দেননি। তবে জানিয়েছেন, এবারের নির্বাচনে ভিন্নতা থাকবে।
বিসিবির এজিএম শেষে তৃতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার সম্ভাবনার বিষয়ে পাপন বলেছেন, ‘এটা বলা খুবই কঠিন। কারণ আসলে এবার বোর্ড মিটিংয়ে... ১ তারিখ বা ২ তারিখ যখনই হয়, সেদিন একটু ভিন্নতা পাবেন আপনারা নির্বাচন নিয়ে। এটাতে কোন সন্দেহ নেই। এবারের নির্বাচনটা একটু ভিন্ন হবে। অন্যান্যবারের মত নাও হতে পারে। আশা করি এটা গৃহীত হবে, যেমনটা আমি প্রস্তাব দিব।’
বিসিবি প্রেসিডেন্টের চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন ক্রিকেট থেকে দূরে সরে যেতে। পুরোপুরি দূরে না সরলেও এখনের মতো সবকিছুতে জড়িত না থাকার ব্যাপারেই যেন ইঙ্গিত দিলেন বিসিবি বিগ বস।
তার ভাষ্য, ‘ডাক্তার আমাকে বারবার বলেছে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে। অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেনো না করি। আপনাদের ইনফরমেশনের জন্য বললাম, বলে রাখলাম। তাই আমি এখনও জানি না।’