ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সব হারিয়ে রেকর্ড জয় আবাহনীর
Published : Thursday, 26 August, 2021 at 8:40 PM
সব হারিয়ে রেকর্ড জয় আবাহনীরমৌসুমের দুটি ট্রফির একটিও ঘরে নিতে পারেনি আবাহনী। ফেডারেশন কাপের ফাইনাল খেলতে পারেনি, প্রিমিয়ার লিগের রানার্সআপ হওয়ার সম্ভাবনাও নিভুনিভু।

আকাশি-নীল সমর্থকদের ব্যথাকাতর হৃদয়ে একটু শান্তির প্রলেপ লাগালেন খেলোয়াড়রা প্রতিপক্ষের জালে ৮ গোল দিয়ে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উত্তর বারিধারার জালে গুনেগুনে দুই হালি গোল দিলেন আবাহনীর ফুটবলাররা।

২৩ ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট এখন ৪৬। সামনে থাকা শেখ জামালের ৪৯। শেষ ম্যাচে আবাহনী জিতলে ও জামাল হারলে দুই দলের পয়েন্ট হবে সমান।

এবারের লিগে আবাহনী জিতল এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে। এর আগে কোন দলই চলতি লিগে প্রতিপক্ষের জালে ৬ বারের বেশি বল পাঠাতে পারেনি।

আবাহনীর রেকর্ড জয়ে চার গোল করেছেন হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্ট। দুটি গোল করেছেন মো. জুয়েল রানা। একটি করে গোল নাইজেরিয়ান সানডে ও ব্রাজিলের রাফায়েলের।

চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোল করেছেন ব্রাজিলের রাফায়েল। নিজের স্কোর দ্বিগুণ করতে পারেননি এই ব্রাজিলিয়ান; তবে ম্যাচের বেশিরভাগ গোলের উৎসই ছিলেন তিনি। এর মধ্যে তিনটি গোলে ছিল তার শেষ পাস।

রেলিগেশন সেভ হওয়ার পর উত্তর বারিধারা ক্লাব বিদেশিদের বিদায় করে এখন শুধু লিগের আনুষ্ঠানিকতা সারছে। আগের ম্যাচেও বিদেশি ছাড়া খেলে তারা ৫ গোল খেয়েছিল শেখ রাসেলের কাছে। সর্বশেষ দুই ম্যাচে ১৩ গোল হজম করল দলটি।

আরআই/এসএএস/এমএমআর/জেআইএম