ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা নগরীর বজ্রপুরে মাদক নিয়ে প্রতিবাদ করায় কলেজ ছাত্র খুন, আটক দুই
Published : Friday, 27 August, 2021 at 7:34 PM
কুমিল্লা নগরীর বজ্রপুরে মাদক নিয়ে প্রতিবাদ করায় কলেজ ছাত্র খুন, আটক দুইকুমিল্লা নগরীর বজ্রপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের ছুরকাঘাতে এক কলেজ ছাত্র খুন হয়েছে বলে জানা যায়। খুন হওয়া মিথুন ভূইয়া (১৯) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এঘটনায় শুক্রবার দুপুরে পুলিশ রাসেল ও মিরাজ নামে দুজনকে আটক করে। নিহত মিথুন ভূইয়া নগরীর ১৫ নং ওয়ার্ডের বজ্রপুর মৌলভীপাড়ার চেয়ারম্যান গলির লিটন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় মাদক ব্যবসায় বাধাঁ দেওয়ার অজুহাতে চেয়ারম্যান গলির সামনে মিথুন ভূইয়ার বুকে ছুরিকাঘাত করা হয়। মিথুন ভূইয়া দুই হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও হাতও কেটে রক্তাক্ত হয়। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ওই দিন রাতে তাকে ঢাকায় নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে তাকে আবার কুমিল্লায় আনা হয়। পরে রাতে তার অবস্থার আবার অবনতি হলে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ভোরে পুনরায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে কোতয়ালী থানার ওসি আনোয়ারুল আজিম ঘটনাস্তর পরিদর্শন করেন।  এসময় একই এলাকার রাহিম মিয়ার ছেলে ঘাতক মেরাজ এর বাড়ি থেকে একটি ছোড়া উদ্ধার করা হয়। তিনি বলেন নিহতের মরদেহ কুমিল্লায় আসার আগে আমরা আসামীদের গ্রেফতার করেছি। আসামীদের জিজ্ঞাসাবাদ, নিহতদের স্বজনদের সাথে কথা বলে ও তদন্ত শেষে হত্যার কারন বের করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহান সরকার বলেন, কলেজ ছাত্র মিথুন নিহত হওয়ার ঘটনায় দুঘন্টার মধ্যেই আসামীদের গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুর একটায় নগরীর প্রফেসর পাড়া থেকে এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে রাসেল ও মিরাজ নামে দুজনকে গ্রেফতার করা হয়। একই এলাকার বাসিন্দা হওয়ার কারনে তাদের সাথে র্পূব বিরোধ ছিলো বলে জানা যায়। তদন্তে করে আরো বিস্তারিত জানা যাবে।