ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাখ টাকা জরিমানা গুনলো বসুন্ধরা ও শেখ জামাল ক্লাব
Published : Saturday, 28 August, 2021 at 12:00 AM
ডিসিপ্লিনারি সংক্রান্ত বিধিনিষেধ ভাঙায় ১ লাখ করা করে জরিমানা গুনতে হয়েছে বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি কাবকে। গত ৯ আগস্ট শেখ জামালের বিপে জিতে লিগ শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। ওই ম্যাচের পর মাঠে গিয়ে আনন্দ-উল্লাস করেছেন কাবটির ম্যানেজার ওয়াসিমুজ্জামান, মেয়েদের কোচ মাহমুদা আক্তার ও কিছু সমর্থক। সেই সময় আরও একটি ম্যাচ থাকায় তাদের মাঠে যেতে নিষেধ করা হলেও মানেননি। তাই আর্থিক জরিমানা গুনতে হয়েছে লিগ চ্যাম্পিয়নদের।
এজন্য বসুন্ধরা কাবকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। এরই সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে। এদিকে ২১ আগস্ট শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ শেষে গ্যালারিতে মারামারিতে লিপ্ত হন খেলোয়াড়সহ অন্যরা। এজন্য শেখ জামালকে ১ লাখ টাকা ও ব্রাদার্সকে ২৫ হাজার জরিমানা করা হয়েছে। দুই দলের একাধিক খেলোয়াড়কে এক ম্যাচ সাসপেন্ডও করা হয়েছে। যদিও এই সাসপেনশন গত ম্যাচেই শেষ হয়েছে। এছাড়া রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনীকেও আর্থিক জরিমানা করা হয়েছে।