ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চার্টার্ড বিমানে নেপালে যাবেন সাবিনা-কৃষ্ণারা
Published : Saturday, 28 August, 2021 at 12:00 AM
মেয়েদের এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নেওয়ার আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে করতে চাইছে মেয়েদের বাংলাদেশ দল। তাই তো আগেভাগেই নেপালে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আগামী ৯ ও ১২ সেপ্টেম্বর দুটি ম্যাচ হবে পোখারায়। তবে কাঠমান্ডুতে নিয়মিত বাণিজ্যিক ফাইট না থাকায় কিছুটা বিপাকে পড়েছে সাবিনা-কৃষ্ণারা। বিকল্প হিসেবে এখন চার্টার্ড বিমানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে পুরো দলের। সেজন্য ব্যয় হবে তিনগুণ বেশি অর্থ!
মেয়েদের এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ১৯ ও ২২ সেপ্টেম্বর দুটি ম্যাচ খেলবে মেয়েদের জাতীয় দল। উজবেকিস্তানে অনুষ্ঠেয় ম্যাচে প্রথমটির প্রতিপ জর্ডান ও পরেরটিতে ইরান।
এর আগে নেপালের প্রস্তুতি ম্যাচ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ঢাকা থেকে নেপালের বাণিজ্যিক ফাইট বন্ধ রয়েছে। এখন নিরুপায় হয়ে চার্টার্ড বিমানে দলকে পাঠাতে হচ্ছে। এর জন্য তিনগুণ অর্থ ব্যয় হবে। নেপালের ম্যাচ দুটি খেলে সেখান থেকে দল উজবেকিস্তান যাবে।’
নেপাল থেকেও উজবেকিস্তান যেতে ঝক্কি-ঝামেলা কম নয়। সরাসরি ফাইট না থাকায় দুবাই হয়ে দল যাবে সেখানে। আগামী ৭ সেপ্টেম্বর গোলাম রব্বানী ছোটনের দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে।