মোহামেডানকে হারিয়ে লিগে দ্বিতীয় শেখ জামাল
Published : Saturday, 28 August, 2021 at 12:00 AM
উত্থান-পতনের
মধ্য দিয়ে এগিয়ে মোহামেডান স্পোর্টিং কাব প্রিমিয়ার লিগের এবারের আসর শেষ
করল হারের হতাশায়। তাদের হারিয়ে রানার্সআপ হলো শেখ জামাল ধানম-ি কাব।
পাশাপাশি নিশ্চিত করল তারা এএফসি কাপের পরের আসরে খেলাও।
বাংলাদেশ আর্মি
স্টেডিয়ামে শুক্রবার সলোমন কিংয়ের জোড়া গোলে মোহামেডানকে ২-০ ব্যবধানে
হারায় শেখ জামাল। ২০১৪-১৫ মৌসুমে সবশেষ লিগ জেতা দলটির হয়ে দুটি গোলই
গাম্বিয়ার ফরোয়ার্ড করেন দ্বিতীয়ার্ধে।
লিগের শিরোপার ফয়সালা হয়ে গেছে
অনেক আগেই। চার ম্যাচ বাকি রেখেই ট্রফি জিতে নিয়েছে বসুন্ধরা কিংস। ২১
ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। লিগে এখনও তাদের বাকি আছে তিন ম্যাচ।
এএফসি কাপে খেলায় লিগে কিছুদিন ম্যাচ ছিল না তাদের।
২৪ ম্যাচে ১৫ জয় ও ৭
ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে রানার্সআপ শেখ জামাল। এএফসি কাপে সুযোগ পায়
বাংলাদেশের প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা। এবার এই দুই
প্রতিযোগিতার শিরোপাই কিংস জিতে নেওয়ায় লিগের রানার্সআপ হিসেবে শেখ জামাল
অংশ নেবে আগামীবার।
লিগের রানার্সআপ হওয়ার দৌড়ে শেখ জামালের পিছু ছুটছিল
আবাহনী লিমিটেড। কিন্তু সর্বোচ্চ ৬ বারের লিগ চ্যাম্পিয়নদের এবার লিগ শেষ
করতে হচ্ছে তৃতীয় স্থানে থেকে। এক ম্যাচ কম খেলা মারিও লেমোসের দলের
পয়েন্ট ৪৬। ২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর কখনই শিরোপার স্বাদ পায়নি
মোহামেডান। এবারও সমর্থকদের হতাশ করেছে তারা। ১২ জয়, সাত ড্র ও পাঁচ হারে
৪৩ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে আছে ঐতিহ্যবাহী দলটি।
আর্মি
স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারায় শেখ
রাসেল ক্রীড়া চক্র। ৭২তম মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেন মোহাম্মদ
খালেকুজ্জামান। ২০১২-১৩ মৌসুমে প্রথম ও সব শেষ লিগ শিরোপা জয়ী শেখ রাসেল ২৩
ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। এখনও এক ম্যাচ বাকি আছে তাদের।
আরামবাগ ক্রীড়া সংঘকে আরেকটি হারের তেতো স্বাদ দিয়ে লিগ শেষ করেছে রহমতগঞ্জ
মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ম্যাচে ৩-০
ব্যবধানে জিতেছে পুরান ঢাকার দলটি।
ছয় জয় ও সাত ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকে লিগ শেষ করল রহমতগঞ্জ। আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া আরামবাগের পয়েন্ট ৮।