টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে অধিনায়ক হিসেবে সমান ১০ জয়ে মাশরাফিকে স্পর্শ করেছিলেন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিপেক্ষ আজ বুধবার জয় পেলেই মাশরাফিকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সেরা অধিনায়ক হয়ে যাবেন তিনি।
মাশরাফি দেশের হয়ে ২৮ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে ১০টি ম্যাচ। জয়ের হার শতকরা ৩৭ ভাগ। বুধবার নিউজিল্যান্ডকে হারালেই মাশরাফির চেয়ে ৬ ম্যাচ কম নেতৃত্ব দিয়েই শীর্ষে পৌঁছে যাবেন বর্তমান অধিনায়ক।
কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক ভারতের মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ভারত ৭২ ম্যাচ খেলে জিতেছে ৪১টি। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন ৭জন। এরমধ্যে শাহরিয়ার নাফীস ও লিটন দাস একটি করে ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। নাফিসের এক ম্যাচের নেতৃত্বে দল জিতলেও লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল হেরেছিল।
এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দলকে নেতৃত্ব দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি। তার ২৮ ম্যাচের নেতৃত্বে দল জিতেছে ১০ ম্যাচে। মাহমুদউল্লাহ ছাড়া মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ ২৩ ম্যাচ খেলে জিতেছে ৮টিতে। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ২১ ম্যাচ খেলে জিতেছে ৭টি। বাংলাদেশের সর্বকণিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল ১১ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন দুই ম্যাচ।