Published : Thursday, 2 September, 2021 at 12:00 AM, Update: 03.09.2021 1:43:28 AM
মিরপুর
শের-ই-বাংলার ২২ গজ যেন রীতিমত এক বিস্ময়। যেখানে উপমহাদেশের বাইরের
খেলোয়াড়রা এসে ধাঁধায় পড়ে যান। কী করবেন? কীভাবে করবেন? স্পিন বিষে নীল
হওয়া যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
অস্ট্রেলিয়াকে যে ফাঁদ পেতে আটকে
দিয়েছিল বাংলাদেশ, নিউ জিল্যান্ডের বিপক্ষেও একই ছক এঁকেছে। ফলাফল হাতের
মুঠোয়। নিউ জিল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬০ রানে আটকে বাংলাদেশ
ম্যাচ জিতে যায় ৭ উইকেটে। জয়টাও এসেছে খুব সহজে, ৩০ বল হাতে রেখে।
আগস্টে
অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতেই আতিথেয়তা দেয় বাংলাদেশ। ৪-১ ব্যবধানে সিরিজ
জেতে অতি সহজে। যেখানে শেষ করেছিল, সেখান থেকেই আজ শুরু হলো। অস্ট্রেলিয়াকে
শেষ ম্যাচে অলআউট করেছিল ৬২ রানে। এবার নিউ জিল্যান্ডকে গুটিয়ে দিল ৬০
রানে। যা নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বনি¤œ রান।
এর
আগে ২০১৪ সালে বাংলাদেশেই টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০
রানে অলআউট হয়েছিল তারা। সেবার রঙ্গনা হেরাথ মাত্র ৩ রানে ৫ উইকেট গুঁড়িয়ে
দিয়েছিলেন কিউইদের। আজ অবশ্য সম্মিলিত আক্রমণেই শেষ নিউ জিল্যান্ডের
ব্যাটিং। যেখানে মোস্তাফিজ ২.৫ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়ে বোলিংয়ে সেরা।
জোড়া উইকেট পেয়েছেন নাসুম, সাকিব ও সাইফউদ্দিন। মেহেদী হাসানও পেয়েছেন ১
উইকেট।