ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ট্রাক ভর্তি ৫লক্ষ টাকার সেগুন কাঠ আটক
Published : Thursday, 2 September, 2021 at 12:00 AM, Update: 02.09.2021 12:56:58 AM
কুমিল্লায় ট্রাক ভর্তি ৫লক্ষ টাকার সেগুন কাঠ আটকস্টাফ রিপোর্টার।। কুমিল্লায় অবৈধ ভাবে পাচারকালে ৫ লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠ আটক করেছে বন বিভাগ। এ সময় ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও তার সহযোগী। গতকাল বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দাসপাড়া এলাকা থেকে ৪শত ৫০ ঘনফুট সেগুনের গোল কাঠ বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে।
বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকতা কাজী মোহাম্মদ নুরুল করিম এর সার্বিক দিক নির্দেশনায়। সুয়াগাজি ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স মাসুদ আলম মোল্লা ও আবুল কালাম আজাদের নেতৃত্বে  ঢাকামুখী ত্রিপল বাঁধা ট্রাককে থামাতে সংকেত দিলে চালক পালাতে চেষ্টা করে। ট্রাকটিকে ধাওয়া করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার দাসপাড়া এলাকায় গিয়ে চালক ও তার সহযোগী সেগুন কাঠ বোঝাই ট্রাক সড়কে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় বিভাগীয় মামলার প্রস্তুুতি চলছে।
কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, ৪শত ৫০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছি, যার মূল্য পাঁচ লক্ষ টাকা। এবছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১৫ ট্রাক কাঠ জব্দ করে কুমিল্লা বনবিভাগ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।