ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বকাপ বাছাই: আর্জেন্টাইনরা উড়ে গেছেন, ব্রাজিলিয়ানরা পারছেন না
Published : Thursday, 2 September, 2021 at 12:23 PM
বিশ্বকাপ বাছাই: আর্জেন্টাইনরা উড়ে গেছেন, ব্রাজিলিয়ানরা পারছেন নাচোটের কারণে কোনও খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে না, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু শতভাগ ফিট থাকার পরও তারকা খেলোয়াড়কে পাওয়া না গেলে মেনে নেওয়া কঠিন। ঠিক এই অবস্থা এখন ব্রাজিল ফুটবল দলের। বিশ্বকাপ বাছাইয়ে এক-দুজন নয়, ৯ ফুটবলারকে না পাওয়ার শঙ্কা তাদের! ইংলিশ প্রিমিয়ার লিগের ছয় ক্লাব তাদের খেলোয়াড় ছাড়তে রাজি নয়। আর এই ক্লাবগুলো মিলিয়ে আটকে গেছেন ৯ ব্রাজিলিয়ান। অথচ ওই প্রিমিয়ার লিগের ক্লাব থেকেই বিশ্বকাপ বাছাই খেলতে উড়ে গেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

যুক্তরাজ্য সরকারের কড়া হুঁশিয়ারি, লাল তালিকায় থাকা দেশগুলোতে গেলে ১০ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। ব্রাজিল রয়েছে লাল তালিকায়। তাই প্রিমিয়ার লিগের ছয় ক্লাব- চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিডস ইউনাইটেড ও এভারটন খেলোয়াড় ছাড়তে রাজি নয়। কারণ লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই খেলতে গেলে ১০ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে, তাতে তিন ম্যাচ মিস করতে পারেন ওই সব খেলোয়াড়।

আর এই কারণেই ফেঁসে যাচ্ছেন ব্রাজিলের খেলোয়াড়রা এবং দুশ্চিন্তার মেঘ জন্মেছে ব্রাজিল ক্যাম্পে। এবারের বিশ্বকাপ বাছাইয়ে তিনটি ম্যাচ। যার মধ্যে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে লড়াই। আগামীকাল (শুক্রবার) ভোরেই তাদের ম্যাচ চিলির বিপক্ষে। কিন্তু দলের ৯ খেলোয়াড়কে নিয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি তারা। তিতে ইতিমধ্যে বাড়তি ৯ খেলোয়াড় দলে যোগ করেছেন। কিন্তু প্রিমিয়ার লিগের ফুটবলাররা তার দলের প্রথম একাদশে থাকার দাবিদার।

কোভিড প্রটোকলে ইংল্যান্ডেই থাকতে হচ্ছে থিয়াগো সিলভা, রবের্তো ফিরমিনো, ফাবিনিয়ো, আলিসন বেকার, এদেরসন, গাব্রিয়েল জেসুস, ফ্রেদ, রাফিনিয়া ও রিচার্লিসনকে। তাদের বিশ্বকাপ বাছাই খেলার অনুমতি দিয়ে কোনও রকম ঝুঁকিতে যেতে চাইছে না প্রিমিয়ার লিগের ছয় ক্লাব। কোয়ারেন্টিনের ব্যাপার তো আছেই, সঙ্গে ইনজুরির ঝুঁকিও আছে। তাছাড়া ব্রাজিলের হয়ে তারা খেলতে গেলে সিলভা-ফিরমিনোরা মিস করবেন লিগের দুই ম্যাচের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী খেলাও।

এই পরিস্থিতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ভীষণ ক্ষুব্ধ। তারা ফিফার কাছে অভিযোগ করতে যাচ্ছে, যেন তাদের খেলোয়াড়দের বিশ্বকাপ বাছাই খেলার অনুমতি দেয় প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। যদিও ব্রিটিশ মিডিয়ার খবর, খেলোয়াড় না ছাড়ার ব্যাপারে ভীষণ কঠোর অবস্থানে প্রিমিয়ার লিগের ছয় ক্লাব।

ব্রাজিলিয়ান খেলোয়াড়দের যখন এই অবস্থা, তখন দিব্যি ফুরফুরে মেজাজে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ইংল্যান্ড থেকে তাদের চার খেলোয়াড় ইতিমধ্যে উড়ে গেছেন আর্জেন্টিনায়। অ্যাস্টন ভিলার দুই খেলোয়াড় এমি মার্তিনেস ও এমি বুয়েনদিয়া এবং টটেনহামের ক্রিস্তিয়ান রোমেরো ও জিওভানি লো সেলসো অনুমতি নিয়েই খেলতে গেছেন বিশ্বকাপ বাছাই। এবারের রাউন্ডের প্রথম ম্যাচে আগামীকাল (শুক্রবার) ভোরে ভেনেজুয়েলার মাঠে আতিথ্য নেবে আর্জেন্টিনা।