পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের দিনে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহদের। প্রথমবারের মতো শীর্ষ সাতে উঠে এসেছে লাল-সবুজ জার্সিধারীরা।
আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাতে উঠে এসেছে বাংলাদেশ। এটাই কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সেরা অবস্থান। আগের সেরা ছিল নবম স্থান।
অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর র্যাঙ্কিং পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছিল বাংলাদেশের। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পরই র্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে। ২২ ম্যাচে ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে লাল-সবুজ জার্সিধারীরা।
এখন বাংলাদেশের সামনে সুযোগ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলার। বাংলাদেশের ওপরে থাকা অস্ট্রেলিয়ার ২৪০ রেটিং পয়েন্ট ও দক্ষিণ আফ্রিকা ২৪৬ রেটিং পয়েন্ট। নিউজিল্যান্ড সিরিজে ভালো করার ধারা ধরে রাখলে এই দুই দলকে পেছনে ফেলে শীর্ষ পাঁচে উঠে যাবে বাংলাদেশ।
কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলে এক লাফে পাঁচে উঠে যাবে তারা। ৫-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ২৪৮। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডকেও ৪-১ ব্যবধানে হারাতে পারলে ২৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করবে বাংলাদেশ। ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশ ছয়ে উঠবে। রেটিং পয়েন্ট হবে তখন ২৪১।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে টি-টোয়েন্টির শক্তি দেখিয়েছে বাংলাদেশ। পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু বিকাল ৪টায়।